মেহেরপুরে সাংবাদিকদের ঘণ্টাব্যাপী ‘কলম বিরতি’

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ঘণ্টাব্যাপী কলম বিরতি পালন করেছেন মেহেরপুরের সাংবাদিকরা।
আজ বৃহস্পতিবার মেহেরপুর প্রেসক্লাবে এ কলম বিরতির আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মসূচি চলে।
কলম বিরতিতে জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ে পরে প্রেসক্লাব মিলনায়তনে জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক তুহিন আরণ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় মতামত তুলে ধরে বক্তব্য দেন ওয়াজেদুল হক জেদু, গোলাম মোস্তফা, কামারুজ্জামান খাঁন, ফারুক হোসেন, আমিরুল ইসলাম অল্ডাম, জুলফিকার আলী কানন, ফজলুল হক মন্টু, রেজ আন উল বাশার তাপস, নাসের চৌধুরী, ইয়াদুল মোমিন, আবু আক্তার, মাজেদুল হক মানিক, রাশেদুজ্জামান, মেহের আমজাদ ও মাহবুব হোসেন।
গত ২ জুন সাংবাদিকদের পেশাগত নিরাপত্তাসহ সব সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন মেহেরপুরের সাংবাদিকরা।
চলতি বছরে মেহেরপুর সদর উপজেলায় ন্যায্যমূল্যে কৃষকের কাছ থেকে সরাসরি গম ক্রয় অভিযান চালানোর ঘোষণা দেয় খাদ্য অধিদপ্তর। সদর উপজেলা থেকে পাঁচ হাজার ৯০০ টন গম কেনার ঘোষণা দেওয়া হয়। পরে মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মেহেরপুর-১ আসনের সাংসদ অধ্যাপক ফরহাদ হোসেন দোদুলের ভগ্নিপতি পিরোজপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বাবলু বিশ্বাসসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা সিন্ডিকেট তৈরি করে। বাবলু বিশ্বাসের স্লিপে খাদ্যগুদামে বাইরের জেলা থেকে নিয়ে আসা নিম্নমানের গম রাখা হয়। এ নিয়ে প্রতিবেদন করায় মাহবুবুল হক পোলেনের বিরুদ্ধে মানহানির মামলা করেন বাবলু বিশ্বাস।
এদিকে মেহেরপুর-১ আসনের সাংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল মেহেরপুর প্রেসক্লাবের নেতাদের সঙ্গে টেলিকনফারেন্সের মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি মীমাংসা করবেন বলে আশ্বাস দিয়েছেন। এরপর মেহেরপুর প্রেসক্লাব ঘোষিত কর্মসূচি আপাতত বন্ধ থাকবে বলে জানানো হয়।