হবিগঞ্জে নির্বাচনী সহিংসতায় দুজন নিহত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কী গ্রামে নির্বাচন-পরবর্তী সহিংসতায় দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন ফারুক মিয়া (২৮) ও মিরাজ বেগম (১০০)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার মাধবপুর উপজেলার খড়কী গ্রামের মাঠে পাহারাদার নিয়োগকে কেন্দ্র করে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোনায়েম খাঁর লোকজন ও পরাজিত ইউপি সদস্য আবদুল হাইয়ের লোকজনের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হন। আহত ব্যক্তিদের মাধবপুর, সিলেট, হবিগঞ্জ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
আহত ব্যক্তিদের মধ্যে মোনায়েম খাঁর পক্ষের ফারুক মিয়া শনিবার সকালে হবিগঞ্জ সদর হাসপাতালে মারা যান। লাশ ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় গ্রামে নিয়ে গেলে নিহতের স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় মোনায়েম খাঁর পক্ষের লোকজন হামলা চালিয়ে আবদুল হাইয়ের পক্ষের লোকজনের বাড়িঘরে হামলা চালায়। একপর্যায়ে বৃদ্ধ মিরাজ বেগমকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোকতাদির হোসেন জানান, মিরাজ বেগমের লাশ ময়নাতদন্তের জন্য আজ রোববার হবিগঞ্জ মর্গে পাঠানো হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে খড়কী গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।