মেহেরপুরে সাঁড়াশি অভিযান আটক ২০

সারা দেশে বেছে বেছে হত্যা বন্ধে সাঁড়াশি অভিযানে মেহেরপুরে ২০ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের আটক করা হয়।
মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মোস্তাফিজুর রহমান বলেন, সদর থানার পুলিশ সাতজন, গাংনী থানা আট ও মুজিবনগর থানা পুলিশ পাঁচজনকে আটক করেছে। তিনি বলেন, আটক ব্যক্তিদের আজ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।