বর্ণাঢ্য নৌ-র্যালিতে উদ্বোধন জাটকা সংরক্ষণ সপ্তাহ
বর্ণাঢ্য নৌ-র্যালির মাধ্যমে চাঁদপুরে উদ্বোধন করা হলো জাটকা সংরক্ষণ সপ্তাহ। আজ রোববার দুপুরে মেঘনা নদীতে র্যালির উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী। এ সময় বাদ্য বাজিয়ে রংবেরঙের কাগজে নৌকা সাজিয়ে র্যালিতে অংশ নেয় ছোট-বড় অসংখ্য নৌকা।
শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় মেঘনা নদী থেকে র্যালিটি শুরু হয়ে হরিনা ফেরিঘাটে গিয়ে শেষ হয়।
এর আগে বড় স্টেশন মোলহেড এলাকায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী ফোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘সচেতনতার মাধ্যমেই জাটকা সংরক্ষণ করা সম্ভব। এ জন্য জনগণকে সচেতন হতে হবে।’
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী আমাদের সমুদ্র বিজয় উপহার দিয়েছেন। এই সমুদ্রে অসীম সম্পদ রয়েছে। জেলেদের বর্তমানে ৪০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। আগামীতে তাঁদের চালের পরিবর্তে নগদ টাকা দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। এ জন্য জেলেদের নামে ১০ টাকায় ব্যাংক হিসাব খোলারও চিন্তা-ভাবনা চলছে।’
মৎস্যসচিব শেলিনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড. মো. শামসুল হক ভূঁইয়া, সংরক্ষিত নারী সংসদ সদস্য নূরজাহান বেগম মুক্তা, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. জাহের, চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর প্রমুখ।