খুলনা জজ আদালতের নাজিরখানায় ‘চুরির চেষ্টা’
নিরাপত্তা বেষ্টনির মধ্যে খুলনা জেলা জজ আদালতের নেজারত শাখায় (নাজিরখানা) ‘চুরির চেষ্টা’ হয়েছে। চোরেরা তালা ভেঙে সেখানে ঢুকলেও কোনো নথি বা অর্থ খোয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে পুলিশ বলছে, বিষয়টি রহস্যজনক।
নাজির সুরুজ্জামান এনটিভিকে জানান, গত সোমবার রাতের কোনো এক সময় জেলা জজ আদালত ভবনের নিচতলার নাজিরখানার তালা ভেঙে একদল চোর ভেতরে ঢুকে পড়ে। সেখানকার সব আলমারির তালা ভেঙে নথিপত্র ত্ল্লাশি করে। তবে টাকা রাখার সিন্দুকের তালা ভাঙতে পারেনি চোরের দল।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের কাছে ঘটনাটি রহস্যজনক মনে হয়েছে।