বাংলাভাইয়ের দুই ‘সহযোগী’ গ্রেপ্তার, অস্ত্র-ককটেল উদ্ধার
নওগাঁর রানীনগর ও আত্রাই থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ এ দুজনকে গ্রেপ্তার করে।
জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা বাংলাভাইয়ের অন্যতম সহযোগী ছিলেন। তাঁরা হলেন তালিকাভুক্ত জেএমবি সদস্য ডা. মো. খায়রুল ইসলাম ওরফে মন্টু ডাক্তার (৬০) ও রহিম বাদশা (৪০)।
নওগাঁর পুলিশ সুপার (এসপি) মো. মোজাম্মেল হক জানান, আজ ভোররাতে অভিযান চালিয়ে বাংলাভাইয়ের অন্যতম সহযোগী ও তালিকাভুক্ত জেএমবি সদস্য ডা. মো. খায়রুল ইসলাম ওরফে মন্টু ডাক্তারকে রানীনগরে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি ককটেল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এসপি আরো জানান, মন্টু ডাক্তার নাশকতার উদ্দেশ্যে দুটি ককটেল নিয়ে দীর্ঘদিন পর এলাকায় যান। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
পুলিশ আরো জানায়, আত্রাই থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার তালিকাভুক্ত জেএমবি সদস্য, বাংলাভাইয়ের অন্যতম সহযোগী পলাতক আবদুর রহিম বাদশাকে উপজেলার সাহেবগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার আবদুর রহিমের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।