মেহেরপুরের মেয়রকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

মেহেরপুর পৌরসভার মেয়র মোতাছিম বিল্লাহ মতুকে কাফনের কাপড় ও চিরকুট পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এ হুমকির বার্তা পাঠানো হয়। মোড়কে প্রেরকের অংশে নামের জায়গায় লেখা ‘রনি।’ ঠিকানার জায়গায় লেখা ‘ধানমণ্ডি, জিগাতলা, ঢাকা’। প্রাপকের অংশে লেখা, ‘জনাব মতু সাহেব (মেয়র), মেহেরপুর পৌরসভা, মেহেরপুর। প্রেরক ১২ ডিজিটের একটি ফোন নম্বর দিয়েছেন। সাধারণত মোবাইল ফোনে ১১টি ডিজিট ব্যবহৃত হয়।
হলুদ মোড়কের ভেতর একটি সাদা কাফন ও একটি চিঠি পাওয়া যায়।
চিরকুটে লেখা আছে, ‘মতু তোমায় সালাম/ হে মেহেরপুরের মেয়র আগামী রোজার ঈদ তোমার জীবনের শেষ ঈদ। ওই দিন ঈদগাতেই তোমাকে মেরে ফেলা হবে। আর ওই দিনই তোমার জানাজা হবে ওই মাঠে। ওপরে গিয়ে মেয়রগিরি করবা। কোনো নিরাপত্তা পুলিশ দিতে পারবে না। সেই ব্যবস্থা আমরা করব। এমপিকে টাকা দিয়েছো, তা তোমার কোনো কাজে লাগবে না। তোমার কাউন্সিলররাও আমাদের সঙ্গে জড়িত। তুমি কোথায় যাবা, কাফন পাঠিয়ে দিলাম। সালাম হে মেয়র তোমায়। আমাদের কার্যক্রম প্রায় শেষ, তোমার লোকজনই তোমাকে ঈদগায়ে মারবে। শেষ ইবাদত করে নাও, এসপি পুলিশ তোমার নিরাপত্তা দিতে পারবে না। তুমি বাড়িতেও পুলিশ বসাও। তো কী হবে। মৃত্যু তোমার আসবে। তো দেখতে থাকো। সাংবাদিক সম্মেলন করে বদনাম দাও। তো অপেক্ষায় তুমি থাকো।
আমরাও থাকি। দেখা হবে ওই দিন। ঈদগায়ে।’এ ব্যাপারে মেয়র মোতাছিম বিল্লাহ মতু বলেন, ‘অফিসের কাজেই ঢাকায় যাই। আজ সকালে অফিসে এসেই সুন্দরবন কুরিয়ারের খাম খুলে কাফনের কাপড় ও হুমকির চিঠি পাই। চিঠিতে বলা আছে, ঈদের দিনে ঈদগাহ মাঠেই আমার মৃত্যু হবে।’
মেয়র মোতাছিম আরো বলেন, ‘মেহেরপুর পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয়েছে। মেহেরপুর সদর থানায় সাধারণ ডায়েরির (জিডি) প্রস্তুতি চলছে।’
মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম বলেন, ‘হুমকির বিষয়টি জেনেছি। তদন্ত করে হুমকির বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।’