বাংলাদেশ-ভারত বাণিজ্য চুক্তির খসড়া অনুমোদন
বাংলাদেশ ও ভারতের মধ্যে সংশোধিত বাণিজ্য চুক্তির খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ সোমবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে দুপুর ২টার দিকে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় এ চুক্তি ১৯৭২ সালে স্বাক্ষরিত হয়। সময় সময় তা নবায়ন করা হয়। ২০০৯ সালে সর্বশেষ এ চুক্তির নবায়ন করা হয়, যার মেয়াদ শেষ হয় চলতি বছরের ৩১ মার্চ। আজ পুনরায় নবায়নের জন্য সংশোধিত আকারে তা মন্ত্রিসভায় উত্থাপন করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, বিদ্যমান চুক্তিতে বাংলাদেশ ও ভারত একে অপরের স্থল, নৌ ও রেলপথ ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে। সংশোধিত এ খসড়ায় বাংলাদেশ ইচ্ছা করলে ভারতের অনুমতিসাপেক্ষে তাদের স্থল-নৌ ও রেলপথ ব্যবহার করে নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য পরিচালনা করতে পারবে।