পঞ্চগড়ে ফেনসিডিলসহ আ.লীগ নেতা আটক
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় যৌথ অভিযানে ফেনসিডিলসহ আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাককে (৩৮) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাখরতলা গ্রামের নিজ বাড়ি থেকে রাজ্জাককে আটক করা হয়।
আবদুর রাজ্জাক মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই গ্রামের তছলিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাফা মো. আরিফের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। রাজ্জাকের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর বাড়ির শৌচাগারের ওপর থেকে পাঁচ বোতল ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়।
রাজ্জাকের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, রাজ্জাক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রশাসনের বিভিন্ন দপ্তরে আর্থিক সুবিধা দিয়ে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা করে আসছে।
রাজ্জাককে আটকের কথা স্বীকার করে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।