ফাঁসি আজ হচ্ছে না!
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি আজ কার্যকর হচ্ছে না। তাঁর রিভিউ আবেদন খারিজ হওয়ার পর রায়ের কপি এখনো কারা কর্তৃপক্ষের হাতে না পৌঁছানোয় কোনো কার্যক্রমই করা যাচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপার ফরমান আলী। আজ সোমবার সন্ধ্যায় কারাগারের মূল ফটকের সামনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এদিকে হাইকোর্টের রেজিস্ট্রার আমিনুল ইসলাম জানিয়েছেন, কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার আবেদন খরিজ করার আদেশে এখনও সই করেননি বিচারপতিরা। আগামীকাল মঙ্গলবার তাঁরা সই করতে পারেন বলে জানিয়েছেন তিনি।
কাল সই হলেও ফাঁসির রায় কার্যকর করা যাবে না। কারণ জেলকোডে শুক্র, শনি ও মঙ্গলবার ফাঁসির দণ্ড কার্যকর না করার নিয়ম রয়েছে।
সন্ধ্যায় ব্রিফিংয়ে জেল সুপার সাংবাদিকদের বলেন, ‘আমরা এখন পর্যন্ত মহামান্য আদালতের রায়ের কপি পাইনি। আজকে কোনো কার্যক্রম করা যাবে না। রায়ের কপি পাইনি। তাই কার্যকর শুধু নয়, কোনো কার্যক্রমই করতে পারিনি। জেলকোড অনুযায়ী যত সুবিধা এবং বিধিবিধান আছে, সেগুলো অনুযায়ীই আমরা আমাদের কার্যক্রম চালাব।’
আইনজীবীদের কেন কামারুজ্জামানের সাথে দেখা করতে দেওয়া হয়নি, তা জানতে চাইলে ফরমান আলী বলেন, ‘সময় এখনো আছে। বিষয়টি আমাদের বিবেচনাধীন আছে।’
এ সময় পরিবারের সদস্যদের দেখা করার প্রসঙ্গে জেল সুপার বলেন, ‘পরিবারের সদস্যরা রায়ের পরে দেখা করার সুযোগ পান, এ জন্যই তাঁরা দেখা করেছেন।’
প্রাণভিক্ষার বিষয়ে কামারুজ্জামান কিছু বলেছেন কি না, তা জানতে চাইলে ফরমান আলী বলেন, ‘রায়ের কপি না পাওয়া পর্যন্ত প্রাণভিক্ষা বিষয়ে কোনো প্রশ্ন তাঁকে আমি করতে পারি না।’