সিলেটে শিবিরের মিছিল থেকে গাড়ি ভাঙচুরের অভিযোগ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/07/photo-1428425863.jpg)
সিলেট নগরীর মদীনা মার্কেট এলাকায় জামায়াত-শিবিরের মিছিল থেকে গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে চার-পাঁচটি ফাঁকা গুলি ছোড়ে।
মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির রায়কে কেন্দ্র করে দলটির ডাকা হরতাল কর্মসূচির প্রথম দিন আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, মদীনা মার্কেটের লতিফ মঞ্জিলের সামনে থেকে জামামাত-শিবিরের ২০-২৫ জন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করে। মিছিল শুরুর পর পরই সামনে থাকা একটি মাইক্রোবাস, দুটি প্রাইভেটকার ও একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে মিছিলকারীরা।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়লে মিছিলকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।