অবশেষে উচ্ছেদ হলো অবৈধ গরুর হাট
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/06/22/photo-1466618066.jpg)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বাগুর গরুর হাট উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। আজ বুধবার দুপুরে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়।
এ সময় তাদের নির্দেশে বিক্রেতারা গরু সরিয়ে নিলে বাঁশ ও অস্থায়ী ঘরগুলো ভেঙে ফেলা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার দাউদ হোসেন চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন, ‘দীর্ঘদিন ধরে চান্দিনা ও দেবীদ্বার উপজেলা সীমান্তবর্তী বাগুরে অবৈধভাবে এ গরুর হাট চলছিল। বিভিন্ন সময় এর অবৈধতা নিয়ে অনেক লেখালেখি হয়। অবশেষে গত ২৬ মে আইনশৃঙ্খলা কমিটি এবং জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক বাগুর এলাকায় এ অবৈধ গরুর হাটটি উচ্ছেদের জন্য আমাকে নিয়োগ দেন জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল। সেই লক্ষ্যে ২১ জুন এক চিঠির আলোকে আমরা এ উচ্ছেদ অভিযান চালাই।’
উচ্ছেদকৃত এ গরু হাটের অংশীদার মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা এর বৈধতার জন্য প্রশাসনের কাছে কাগজপত্র জমা দিয়ে ছিলাম। কিন্তু আমাদের কোনো প্রকার নোটিশ না দিয়েই আকস্মিকভাবে গরু বাজারটি উচ্ছেদ করা হয়।’
এ সময় আরো উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জিত কুমার চন্দ্রসহ কুমিল্লা রিজার্ভ ফোর্স ও দেবীদ্বার থানা পুলিশ।