মেহেরপুরে চার ছিনতাইকারীকে আটকের দাবি

মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল-ভোলাডাঙ্গা সড়কে ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আকরাম হোসেনের নেতৃত্বে পুলিশের অভিযানে চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- গাংনীর আমতৈল গ্রামের মহিবুল ইসলাম (৩৮), আব্বাস আলী (২৪), তাঁর ভাই আব্দুল মোমিন (২২) এবং হেমায়েতপুর গ্রামের আব্বাছ আলী (৪২)।
ওসি আকরাম হোসেন জানান, বুধবার দিবাগত রাতে ভোলাডাঙ্গা ও আমতৈল গ্রামের মাঠে ছিনতাইকারীরা গরু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে এলাকার বিভিন্ন গ্রামে সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন স্থান থেকে ওই চার ছিনতাইকারীকে আটক করা হয়। তিনি আরো বলেন, আটক চারজন এলাকার শীর্ষ ছিনতাইকারী ও চাঁদাবাজ হিসেবে চিহ্নিত। জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের ঘটনা তারা পুলিশের কাছে স্বীকার করেছে বলে তিনি জানান।
বুধবার রাতে উপজেলার আমতৈল-ভোলাডাঙ্গা গ্রামের মাঝামাঝি সড়কে ছিনতাইকারীদের হামলায় বাবলু হোসেন (৫২), জাহিদুল ইসলাম (৫০) ও একই গ্রামের লুৎফর রহমান (৪৭) নামের তিন গরু ব্যবসায়ী আহত হন। আহতরা বর্তমানে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।