একদিন পর কৃষকের লাশ ফেরত দিল বিএসএফ
দিনাজপুরের বিরামপুর উপজেলার অচিন্তপুর চাপড়া সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি কৃষক নজরুল ইসলামের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের পর বিএসএফ নজরুলের লাশ হস্তান্তর করে। বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মমতাজুল লাশ গ্রহণ করেন।
ফুলবাড়ী ২৯-বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ সময় বিএসএফের পক্ষে কুমারী কিল, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মনিরুজ্জামান আল মাসউদ, কমান্ডার সুবেদার নজরুল ইসলামসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বিএসএফের গুলিতে নিহত হন কৃষক নজরুল।এ সময় গুলিবিদ্ধ হন ওহিদুল নামের আরেক কৃষকও।