গাংনীর নয় ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের শপথ

মেহেরপুরের গাংনী উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা শপথ নিয়েছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা অডিটরিয়ামে শপথ অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুরের জেলা প্রশাসক পরিমল সিংহ নবনির্বাচিত চেয়ারম্যানদের এবং সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উজ জামান।
গাংনীর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইদুজ্জামান খোকন।
এ সময় ১ নম্বর কাথুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, ২ নম্বর তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ৩ নম্বর কাজীপুর ইউপির চেয়ারম্যান রাহাতুল্লাহ, ৪ নম্বর বামন্দী ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, ৫ নম্বর মটমুড়া ইউপির চেয়ারম্যান সোহেল আহমেদ, ৬ নম্বর ষোলটাকা ইউপির চেয়ারম্যান মনিরুজ্জামান, ৭ নং সাহারবাটি ইউপির চেয়ারম্যান গোলাম ফারুক, ৮ নম্বর ধানখোলা ইউপির চেয়ারম্যান আখেরুজ্জামান ও ৯ নম্বর রাইপুর ইউপির চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু শপথ নেন।
এ ছাড়া নয়টি ইউনিয়নের ৮১ সাধারণ সদস্য ও ২৭ জন সংরক্ষিত নারী সদস্য শপথ নেন। ষোলটাকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজুল হক মেহেরপুর জেলহাজতে থাকায় একই সময়ে জেল গেটে শপথ নেন।
শপথ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম জামাল আহমেদ, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, নির্বাচন কর্মকর্তা সরওয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী এ এস এম মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।