গাংনীতে ভারতীয় পণ্য জব্দ, একজন আটক

মেহেরপুরের গাংনী উপজেলার নিশিপুর গ্রামের দারোগাপাড়ায় অভিযান চালিয়ে ছয় লাখ টাকার ভারতীয় কাপড় ও প্রসাধনসামগ্রী জব্দ করেছেন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা। এ সময় মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিশিপুর দারোগাপাড়া গ্রামে মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালান ডিবি পুলিশের সদস্যরা। এ সময় তাঁর বসতঘরে তল্লাশি চালিয়ে ৬৯টি প্যান্টের কাপড়ের থান, ১৮টি থ্রিপিসের থান, দুটি লেহেঙ্গা, ২৪টি টি-শার্ট, ৪০ জোড়া ইমিটেশনের হাতের বালা, ১৬টি সুতার কণ্ঠহার, ১১টি ব্রেসলেট, ৪৮টি ইমিটিশনের চেইন, ১০ জোড়া কানের দুল, ১৫টি গলার হার, এক হাজার ৩৪০ পাতা টিপ, ৩৮৫ জোড়া কানের দুল, ৫৮০টি চুড়িসহ মিজানুর রহমানকে আটক করা হয়। পরে তাঁকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।
মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, এ ঈদে বাজারজাত করার জন্য চোরাপথে ভারত থেকে এসব পণ্য সরবরাহ করা হয়। জব্দ করা ভারতীয় মালামালের বাজারমূল্য ছয় লাখ টাকা হবে। আটক চোরাকারবারি মিজানুর রহমানকে বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
অভিযানে অন্যদের মধ্যে জেলা গোয়েন্দা পুলিশের ওসি জামাল উদ্দিন ও উপপরিদর্শক (এসআই) জলাল উদ্দিন অংশ নেন।