রাজবাড়ীতে পিআইবির উদ্যোগে সাংবাদিকদের প্রশিক্ষণ
প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে রাজবাড়ীতে সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আজ রোববার থেকে রাজবাড়ী সার্কিট হাউস মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়।
জেলার পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি জহুরুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা আলমগীর হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার, সাংবাদিক এ টি এম রফিকউদ্দিন, আবু মুসা বিশ্বাস এবং প্রশিক্ষক পলাশ আহসান।
পিআইবির উদ্যোগে জেলার পাঁচটি উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৪৫ জন সাংবাদিক এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।