রেল থানার ওসির বিরুদ্ধে নারী নির্যাতন মামলা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/09/photo-1428584788.jpg)
শ্লীলতাহানির অভিযোগে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র দাসকে আসামি করে নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলীর কার্যালয়ের চতুর্থ শ্রেণীর এক নারী কর্মচারী বাদী হয়ে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। মামলায় রেলওয়ের তিনজন কর্মচারীসহ সাতজনকে সাক্ষী করা হয়েছে।
বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদালতের বিচারক সাদী গোলাম সারোয়ার মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, কর্মস্থল পাশাপাশি হওয়ার সুবাদে ওসি সুভাষ চন্দ্র দাস সুযোগ পেলেই ওই নারী কর্মচারীর সাথে অশ্লীল আচরণ করতেন। সবশেষ গত ৫ এপ্রিল তারিখ জামা-ওড়না ধরে টান দেওয়াসহ ওই নারীর শ্লীলতাহানির চেষ্টা করেন তিনি। এ সময় ওই নারীর চিৎকারে অফিসের অন্যান্য লোকজন এসে তাঁকে উদ্ধার করেন।
এদিকে মামলা দায়েরের পর থেকে তাঁকে ও তাঁর পরিবারকে ওসি সুভাষ বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন ওই নারী। এমনকি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও জানান তিনি।