‘রাজনৈতিক বিরোধ রাজনৈতিকভাবেই মীমাংসা করতে হবে’
রাজনৈতিক বিরোধ রাজনৈতিকভাবেই মীমাংসা করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ। তিনি বলেন, ‘দেশে রাজনীতির নামে সহিংসতা চলছে। এটি বন্ধ করতে হবে।’
আজ বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে হত্যা, পেট্রলবোমায় মানুষ হত্যা ও সহিংস রাজনীতির প্রতিবাদে সিপিবি পঞ্চগড় জেলা সংসদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আবু জাফর আহমেদ।
এ সময় জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধের দাবি জানিয়ে দ্বিদলীয় ধারার বাইরে বাম বিকল্প রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান সিপিবির এই কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।
সিপিবির জেলা কমিটির সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে জনসভায় সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাস অঞ্জন, জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এরশাদ হোসেন সরকার, জেলা কমিটির বর্তমান সাধারণ সম্পাদক কমরেড আশরাফুল আলম, তেঁতুলিয়া উপজেলা কমিটির সভাপতি এম এ হান্নান, তেঁতুলিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন।
জনসভা শুরুর আগে শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘরে আবার শহীদ মিনারে এসে শেষ হয়।