বরগুনার ৭ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি
বরগুনার পাথরঘাটা থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরে পৃথক ঘটনায় ট্রলারসহ সাত মাঝিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার ভোর রাতে অপহরণের ঘটনা ঘটে। অপহরণের পর পরই জেলেদের মুক্তির জন্য পণ চাওয়া হয়েছে।
অপহৃতরা হচ্ছেন- বেল্লাল হোসেন, মো. জাফর মিয়া, বাদল কবিরাজ, এফবি সরদার ট্রলারের সিরাজ মাঝি, এফবি সোহরাব ট্রলারের মাঝি ফজলু মিয়া, এফবি এনি ট্রলারের মাঝি শাহজাহান, এফবি আমেনা ট্রলারের মাঝি ইদ্রিস।
এ সময় দস্যুরা আল-আমিনের মালিকানাধীন এফবি মনোয়ারা ট্রলারটিও নিয়ে যায়। অপহৃতদের বাড়ি পাথরঘাটা উপজেলার পদ্মা ও জ্ঞানপাড়া গ্রামে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এসব তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, ভোর রাতে বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া ও দুধমুখী খাল পয়েন্টে ১২ থেকে ১৫টি মাছধরা ট্রলারের জেলেরা জাল ফেলে অপেক্ষা করছিল। এ সময় জলদস্যু জিরো ও শান্ত বাহিনী তাদের ট্রলারে ডাকাতি এবং সাত মাঝিকে অপহরণ করে নিয়ে যায়।
অপহরণের পর দস্যু জিরো বাহিনী একটি মোবাইল নম্বর থেকে ফোন করে মুক্তিপণ হিসেবে মাথাপিছু ৫০ হাজার টাকা দাবি করে।
এ বিষয়ে কোস্টগার্ডের পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট ফরিদুজ্জামান জানিয়েছেন, অপহরণের খবর শুনে সুপতি, কোকিল মনি ও দুবলার চরের তিনটি ক্যাম্প থেকে জেলেদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে।