ঈদের ছুটিতে ভিড় কম কুমিল্লার রাজপথে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/01/photo-1467350008.jpg)
সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস ছিল গতকাল বৃহস্পতিবার। পরের দিন আজ শুক্রবার। এর পরও ঈদের ছুটি শুরু আজ থেকেই। কিন্তু কুমিল্লায় ঘরে ফেরার তাড়নায় ছোটাছুটি এখনো সেভাবে শুরু হয়নি।
আজ ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলের তেমন একটা আধিক্য দেখা যায়নি। অন্যান্য দিনের মতো অধিকসংখ্যক মালবাহী কাভার্ডভ্যান, লরি আর ট্রাকের সমানতালে চলছে যাত্রীবাহী বাসও। অন্য সব ঈদে নাড়ির টানে বাড়ি ফেরার যে হুড়োহুড়ি, তেমনটা এবার দেখা যায়নি।
সকাল ৯টায় কুমিল্লার দাউদকান্দি, এলিয়টগঞ্জ, মাধাইয়া, কুমিল্লা সেনানিবাস এলাকা, সদর দক্ষিণের সোয়াগাজী ও চৌদ্দগ্রামের আমানগন্ডা এলাকায় অতিরিক্ত গাড়ির চাপে বিভিন্ন পয়েন্টে থেমে থেমে গাড়ি চলতে দেখা যায়। তবে জেলার কোথাও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এমন খবর পাওয়া যায়নি।
রাতে অতিরিক্ত মালবাহী কাভার্ডভ্যান ও ট্রাক মহাসড়কে চলার কারণে ধীরগতিতে গাড়ি চলতে দেখা যায়। সকাল ৮টার পর থেকে অবস্থার উন্নতি হলে কোথাও গাড়ি থেমে থাকতে দেখা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. শাহ আবিদ বলেন, সম্ভাব্য যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশের ওয়াচ টাওয়ার বসানো হয়েছে।