এবার বরগুনায় পুরোহিতকে হত্যার হুমকি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/02/photo-1467466391.jpg)
বরগুনা পৌর শহরের সার্বজনীন কালীবাড়ী মন্দিরের পুরোহিত সঞ্জয় চক্রবর্তীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
আজ শনিবার সকালে ‘পুরোহিত হত্যা সংগঠনের’ নামে পাঠানো এক চিঠিতে এই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় কালীবাড়ী মন্দিরের সংশ্লিষ্ট সবার মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সকাল ১০টার দিকে মন্দিরে প্রবেশ করলে পুরোহিতের নামে একটি চিঠি পাওয়া যায়। চিঠিতে লেখা রয়েছে- ‘তোর মাথা নিয়ে যাবো এই আমাদের ইচ্ছা, আমরা এখন কিলিং মিশনে আছি বরগুনা জেলায়। মৃত্যুবরণ, হত্যা, পুরোহিত তোর মৃত্যু আমাদের হাতে, কাউকে কিছু বললে তোর মৃত্যু হবে ২৪ ঘণ্টায়। প্রচারে : পুরোহিত হত্যা সংগঠন।’
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানিয়েছেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হুমকিদাতাদের শনাক্ত করতে সচেষ্ট রয়েছে পুলিশ।