মহাসড়কে বরই কাঁটা ফেলে যানজট নিয়ন্ত্রণ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/02/photo-1467479373.jpg)
মহাসড়কে বরই কাঁটা দিয়ে যানজট নিয়ন্ত্রণ ও ফুটওভার ব্রিজ ব্যবহারে উদ্বুদ্ধকরণে কাজ করে যাচ্ছেন পুলিশের পাশাপাশি স্থানীয় যুবকরা।
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মহাসড়কে যানজট নিরসনে এমনটিই দেখা গেছে আজ শনিবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায়।
স্থানীয় বাগুর গ্রামের বাসিন্দা ছাত্রনেতা মো. লিটন সরকার বলেন, ‘আমরা চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমদ নিজামীর নির্দেশনায় চার লেন মহাসড়কের মাঝে বরই গাছের ডাল দিয়ে পথচারীদের চলার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছি যাতে তাঁরা ওভারব্রিজ ব্যবহারে উৎসাহিত হয়।’
চান্দিনা থানার ওসি রসুল আহমদ নিজামী এনটিভি অনলাইনকে বলেন, ‘চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের ডিভাইডারের একাংশ নিচু হওয়ায় পথচারীরা ফুটওভার ব্রিজ ব্যবহার না করে নিচ দিয়ে ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হচ্ছে। এতে দুর্ঘটনার পাশাপাশি যানজটের সৃষ্টি হচ্ছিল। তাই আমরা স্থানীয় যুবকদের নিয়ে রশি ও বরই কাঁটা ব্যবহার করেছি।’