কুষ্টিয়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/04/photo-1467625511.jpg)
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের পাশে মিরপুর গ্রামের মাঠ থেকে আব্দুল হান্নান (৩৫) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, নিহত আব্দুল হান্নানের বাড়ি শৈলকুপা উপজেলার বোয়ালিয়া গ্রামে।
কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তোতা জানান, আবদুল হান্নান এলাকার চিহ্নিত চোর ছিলেন। অভ্যন্তরীণ বিরোধে তাঁকে রাতের কোনো এক সময় কুমারখালীর মিরপুর ও শৈলকুপার বোয়ালিয়া গ্রামের মধ্যবর্তী মাঠে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।