বরই কাঁটাও ব্যাপার না!
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/05/photo-1467715914.jpg)
কুমিল্লার চান্দিনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা ও যানজট এড়াতে সড়ক বিভাজকে রশি ও বরই কাঁটা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল পুলিশ ও স্থানীয় জনতা।
কিন্তু পথচারীরা পাশের ফুটওভার ব্রিজ ব্যবহার না করে ঝুঁকি নিয়ে বাঁধা অতিক্রম করে পার হচ্ছেন মহাসড়ক। এতে অনেকে বরই কাঁটায় বিদ্ধও হচ্ছেন। তবু ফুটওভার ব্রিজ অতিক্রম করছেন না।
সড়ক বিভাজকে দেয়াল বা স্থায়ী প্রতিবন্ধকতা নির্মাণ করা হবে কিনা জানতে চাইলে ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের সহকারী পরিচালক আলতাফ হোসেন খান বলেন, ‘আমাদের আর কোনো প্রকল্প হাতে নেই। আপনারা জনগণকে ওভারব্রিজ ব্যবহারে উৎসাহিত করবেন। আপনার এলাকার জনগণ যদি ওভারব্রিজ ব্যবহার না করে আমরা তা তুলে নিয়ে অন্যত্র বসিয়ে দেব।’
এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, ‘জনস্বার্থে আমরা জনগণের সহায়তায় লোহার গ্রিল দিয়ে প্রতিরোধক নির্মাণ করব।’