বৃষ্টি উপেক্ষা করে বরগুনায় জঙ্গিবাদবিরোধী মানববন্ধন
রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসীদের হামলার নিহত দেশি-বিদেশি নাগরিকদের আত্মার শান্তি কামনা ও জঙ্গিবাদের প্রতিবাদ জানিয়ে বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বরগুনা প্রেসক্লাব চত্বরে বরগুনা জেলা কমিউনিটি পুলিশ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন কমিটি, খেলাঘর ও বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচির অয়োজন করা হয়।
প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে এই মানববন্ধনে অংশ নেন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মজারী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এ সময় বক্তব্য দেন, বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি আবদুল মোতালেব মৃধা, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, জেলা কমিউনিটি পুলিশের সহসভাপতি আনিসুর রহমান, বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক সুখরঞ্জন শীল, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য চিত্তরঞ্জন শীল, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি সঞ্জীব দাস, খেলাঘরের সভাপতি মনিরুজ্জামান নশা, ব্যবসায়ী সন্তোষ কর্মকার, দীলিপ কর্মকার, আইনজীবী মুনিরুজ্জামান, হাসান তারেক পলাশ, মুশফিক আরিফসহ অন্যরা।