চান্দিনায় সিসিএফের পক্ষ থেকে শিক্ষাসামগ্রী বিতরণ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/08/photo-1467943260.jpg)
কুমিল্লার চান্দিনা উপজেলায় চিলড্রেনস চার্টার ফাউন্ডেশনের (সিসিএফ) উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়-মাদ্রাসায় শিক্ষাসামগ্রী ও হতদরিদ্রদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদুল ফিতরের দিন বিকেলে প্রতিবছরের মতো উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর কৃষ্ণপুর বাজার এলাকায় বার্ষিক বিতরণ উৎসবে ওই সব সামগ্রী দেওয়া হয়।
বেসরকারি প্রতিষ্ঠান এসএসবিএলের চেয়ারম্যান খাজা মুনির মাসুকউল্লাহর অর্থায়নে সিসিএফ চেয়ারম্যান জহিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপজেলার ১৩টি বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৬৬০ রিম কাগজ, ১৩ হাজার ২০০টি কলম, ৫১০ পিস জ্যামিতি বক্স প্রভৃতি। দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন, গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া ১০ জন আলেমকে কোরআন-হাদিস, ১০০ পরিবারের মধ্যে চাল-সেমাই-চিনি-দুধ ও ১০ জন হতদরিদ্র ও পাঁচজন অসুস্থের মধ্যে পাঁচ হাজার টাকা বিতরণ করা হয়।
দরিদ্র কৃষকের মধ্যে গরু, দুজন দরিদ্র মাদ্রাসা শিক্ষার্থীকে পাজামা-পাঞ্জাবি-জুতা কেনার জন্য পাঁচ হাজার টাকা ও ২০ জন হতদরিদ্র পরিবারকে এক হাজার টাকা করে সহযোগিতা দেওয়া হয়।
স্থানীয় সাংসদ সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই সামগ্রী বিতরণ করেন।
সুহিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মোখলেছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, ডেসকোর প্রকৌশলী সিরাজুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র কাজী জাফর উল্লাহ আজাদ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক সৈয়দা মারুফা সাকি, মামুনুর রশিদ সরকার, এম হারুনুর রশিদ মিয়াজী, ব্যবসায়ী রফিকুল ইসলাম, হাবিব উল্লাহ মেম্বার ও শিশির মজুমদার প্রমুখ।