দিনাজপুর বারে বিএনপি ৮, আ.লীগ ৭
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/12/photo-1428786448.jpg)
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট সমর্থিত ‘জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোট’ সাধারণ সম্পাদকসহ আটটি পদে জয়লাভ করেছে। অন্যদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ প্যানেল সভাপতিসহ সাতটি পদে বিজয়ী হয়েছে।
গত শুক্রবার মধ্যরাতে ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাডভোকেট আশফাক আহম্মদ ফল ঘোষণা করেন। নির্বাচনে ৪৭৮ ভোটারের মধ্যে ৪৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে মো. আজিজুল ইসলাম জুগলু ২২৮ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবদুল হালিম পেয়েছেন ২১১ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. একরামুল আমিন সর্বোচ্চ ২৫০ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মেহবুব হাসান চৌধুরী লিটন পেয়েছেন ১৭৭ ভোট । সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন মো. মইনুল ইসলাম (বিএনপি) ও মো. নুরুল ইসলাম। সহসাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মো. মাহফুজুর রহমান খান বিপুল (বিএনপি) ও মো. নাজমুল হক (আ.লীগ)।
এ ছাড়া অন্য পদে বিজয়ীরা হলেন কোষাধ্যক্ষ এন এইচ মাহবুব-উল-হক বাবু (আ.লীগ), শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোছা. সাবিনা ইয়াসমিন কাকলী (আ.লীগ), সমাজকল্যাণ ও ধর্মবিষয়ক সম্পাদক মো. মাইনুল আলম (জামায়াত), পাঠাগার সম্পাদক মো. মাহাফুজ আলী চৌধুরী (বিএনপি)।
সদস্যপদে বিজয়ী হয়েছেন মো. আজেদুর রহমান (বিএনপি), এ কে এম মঞ্জুর রশিদ রতন (বিএনপি), মো. রেয়াজুল ইসলাম রাজু (আ.লীগ), সৌরভ রায় (আ.লীগ) ও মো. রেজাউল ইসলাম (বিএনপি)।