মাগুরায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
মাগুরার শালিখা উপজেলার চটকাবাড়িয়া এলাকায় আবদুল জলিল (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আবদুল জলিলের মৃত্যু হয়।
আবদুল জলিলের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাথুপাড়া গ্রামে। ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে তাঁর লাশের ময়নাতদন্ত করা হয়েছে।
মাগুরার শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গতকাল সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বামুনাইল বাজারে টিভি দেখা নিয়ে শালিখার চটকাবাড়িয়া গ্রামের সোহেল ও রাসেলের সঙ্গে একই গ্রামের তোতার ঝগড়া হয়। এর জের ধরে তোতার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। খবর পেয়ে পার্শ্ববর্তী ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাথুপাড়া গ্রামের আতাউর মেম্বার ও আবদুল জলিলের নেতৃত্বে একদল মাতব্বর ঘটনা মীমাংসার জন্য চটকাবাড়িয়া গ্রামে যান।
ওই সময় তোতার লোকজন আতাউর ও আবদুল জলিলের ওপর আক্রমণ করে। পরে অন্যরা পালিয়ে গেলেও আবদুল জলিল ধরা পড়ে যান। তাঁকে কুপিয়ে নিমর্মভাবে আহত করে চটকাবাড়িয়া গ্রামের তোতার লোকজন।
পরে গুরুতর আহত অবস্থায় জলিলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর পর চটকাবাড়িয়া গ্রামের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
ওসি আরো জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। চটকাবাড়িয়া ও নাথুপাড়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।
শেষ খবর পাওয়া পর্যন্ত সালিখার চটকাবাড়িয়া গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। উত্তেজনা ছাড়িয়ে পড়েছে আশপাশের আরো কয়েকটি গ্রামে।