২০ দল এখন বিষাক্ত : শাজাহান খান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/12/photo-1428856237.jpg)
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট এখন বিষাক্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘২০-দলীয় জোটের বিষাক্ত ছোবল থেকে আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত দেশের জনগণকে রক্ষা করব।’
আজ রোববার দুপুরে দিনাজপুর শহরে একটি কমিউনিটি সেন্টারে সড়ক পরিবহন মালিক-শ্রমিক-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন নৌমন্ত্রী।
শাজাহান খান ২০ দলের হরতাল-অবরোধের সমালোচনা করে বলেন, ‘সাধারণত বিরোধী দল সরকারের বিপক্ষে অবস্থান নেয়। কিন্তু ২০ দল জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে অবরোধ-হরতালের নামে ৩৭ জন চালক-হেলপারকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। বিএনপি-জামায়াত নাশকতা চালিয়ে রিকশাচালক, গার্মেন্টস শ্রমিক আর পুলিশ হত্যা করেছে। এদের বিচার করা হবে।’
জেলা প্রশাসক (ডিসি) আহম্মদ শামীম আল রাজীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোটের সভাপতি ও সংসদ সদস্য শিরিন আখতার, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েতুল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী প্রমুখ।