গাইবান্ধায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল বুরুজ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের আমতলী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম জানান, তসলিমের নামে একটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ ছাড়া তাঁর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় নাশকতার একাধিক মামলা আছে। পরোয়ানা জারির পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ তাঁকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তসলিমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানান ওসি।