সিলেটে বর্ষবরণ উৎসব, শাবিপ্রবিতে মঙ্গল শোভাযাত্রা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/14/photo-1428995841.jpg)
‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানটির মধ্য দিয়ে সিলেটে শুরু হয়েছে আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য বর্ষবরণ উৎসব।
আজ মঙ্গলবার সকালে সিলেট নগরের শ্রীহট্ট সংস্কৃত কলেজে রবীন্দ্রসংগীত শিক্ষা প্রতিষ্ঠান আনন্দলোক, ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ মাঠে শ্রুতি সিলেট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ, সিলেট সিটি করপোরেশন, জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে এ উৎসবের।
সকাল ৭টায় আনন্দলোকের আয়োজিত উৎসবের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা ও নাট্যব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মণ। একই সময়ে শ্রুতি সিলেটের উৎসব উদ্বোধন করেন কবি তুষার কর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূইয়া, প্রক্টর মো. এমদাদুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রাণপূর্ণ উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে উৎসব।