চট্টগ্রামে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ বুধবার শুরু
শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। আগামী বুধবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে উদ্বোধন করা হবে এই টুর্নামেন্টের।
আগামী ২৪ জুলাই থেকে দিনে দুটি করে খেলা অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এ ছাড়া আগামীকাল সোমবার লিগের লোগো উন্মোচন করা হবে রাজধানীর একটি হোটেলে।
আজ রোববার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। মতবিনিময় সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, ওয়াসা, বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, বিভাগীয় ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের জানানো হয়, এম এ আজিজ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে বিকেলে ওপেন এয়ার কনসার্টে অংশ নেবেন শিল্পী মমতাজ ও ব্যান্ড দল এলআরবি। চট্টগ্রামের পর সিলেট, ময়মনসিংহ ও ঢাকায় অনুষ্ঠিত হবে লিগের অন্য খেলা।
প্রতিবছর চার কোটি টাকা করে চার বছরের জন্য প্রিমিয়ার লিগের স্বত্ব কিনেছে সাইফ পাওয়ার টেক।