রাজবাড়ীতে সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা
বাংলাদেশ সুইমিং ফেডারেশন এবং নৌবাহিনীর যৌথ উদ্যোগে রাজবাড়ীর সুইমিংপুলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সাঁতারু অন্বেষণ প্রতিযেগিতা।
আজ রোববার সকালে সাঁতার বাছাই পর্ব প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী।
রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরা, পুলিশ সুপার জিহাদুল কবির, জাতীয় সুইমিং ফেডারেশনের সহসভাপতি লায়লা নুর, নৌবাহিনীর কমান্ডার এস এম মাহমুদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’-এর বাছাই পর্বে জেলার পাঁচ উপজেলা থেকে চারটি গ্রুপে মোট ৭৯ জন সাঁতারু এতে অংশ নেন।
সারা দেশের ৬৪টি জেলা থেকে বাছাই পর্ব শেষে এক হাজার সাঁতারুকে বাছাই করে ঢাকায় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।