রাজবাড়ীতে জঙ্গিবাদবিরোধী সমাবেশ
রাজবাড়ীতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের চত্বরে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু, কেন্দ্রীয় নেতা মোয়াজ্জেম হোসেন, রাজবাড়ীর পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা ফকীর আবদুল জব্বার প্রমুখ।
বক্তারা দেশব্যাপী সম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।