কুষ্টিয়ায় হোস্টেলে অভিযান, শিক্ষক-শিক্ষার্থী আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/19/photo-1468929967.jpg)
কুষ্টিয়ার সরকারি মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) হোস্টেলে জঙ্গিবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় এক শিক্ষক ও আট শিক্ষার্থীকে আটক করা হয়।
পুলিশ জানায়, আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা এ অভিযান চলে। আটক শিক্ষার্থীরা ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী এবং আটক শিক্ষক মো. আলম (৪৫) তাঁদের মদদদাতা ও অর্থদাতা।
আটক শিক্ষার্থীরা হলেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল মান্নান (২১), কাজী ফয়েজ আহম্মেদ সৌরভ (২২), ইব্রাহিম আলী (১৯), মো. ইউসুফ (২০), সাইফুল ইসলাম (২১), আহসান হাবিব (২২), আব্দুল হান্নান (২১) ও আব্দুল করিম (২১)।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নুর-ই আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা ও গোয়েন্দা পুলিশের একটি দল ম্যাটসের হোস্টেলে জঙ্গিবিরোধী অভিযান চালায়।
এ সময় হোস্টেল থেকে কাউকে বের হতে ও ঢুকতে দেওয়া হয়নি। এ সময় এক শিক্ষক ও আট শিক্ষার্থীকে আটক করা হয়। সেখান থেকে বেশ কিছু জিহাদি বই ও ইসলামী ছাত্র শিবিরের মাসিক রিপোর্ট, চাঁদা আদায়ের রশিদসহ সাংগঠনিক কার্যক্রমের কাগজপত্র উদ্ধার করে।
পুলিশ জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।