চান্দিনা মহিলা কলেজের প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/19/photo-1468944468.jpg)
চান্দিনা মহিলা কলেজ সরকারীকরণের দাবিতে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। ছবি : এনটিভি
চান্দিনা মহিলা কলেজ সরকারীকরণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকাল ১১টায় বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা চান্দিনা মহিলা কলেজ থেকে একটি মৌন মিছিল বের করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর কাছে স্মারকলিপি জমা দেয়।
এতে উল্লেখ করা হয়, ১৯৯টি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সরকারীকরণের নামের তালিকায় চান্দিনা মহিলা কলেজের নাম থাকলেও পরে তা বাদ দেওয়া হয়।
চান্দিনা মহিলা কলেজ সরকারীকরণের দাবিতে শিক্ষার্থীরা গতকাল সোমবার মহাসড়ক অবরোধ করে রাখে।