চানাচুর কিনতে গিয়ে লাশ হলো শিশুটি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/20/photo-1468998171.jpg)
কুষ্টিয়া শহরের বজলুর মোড় এলাকায় আজ সকালে অটোরিকশার চাপায় খালিদ ইসলাম নামের তিন বছরের একটি শিশু নিহত হয়। তার লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। ছবি : এনটিভি
মেজভাইকে স্কুলভ্যানে তুলে দিতে বাবার সঙ্গে কুষ্টিয়া শহরের বজলুর মোড় এলাকায় গিয়েছিল খালিদ ইসলাম (৩) নামের একটি শিশু। ভ্যানের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা বাবার কাছ থেকে সরে গিয়ে পাশের মুদির দোকানে চানাচুর কিনতে গিয়েছিল সে। পথে শহরের নিশান মোড় থেকে বজলুর মোড়ের দিকে আসা একটি অটোরিকশা তাকে চাপা দেয়। পরে আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
খালিদ শহরের কালীশংকরপুর এলাকার সাইদুল ইসলামের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রবিউল ইসলাম দুর্ঘটনায় শিশুটির নিহত হওয়ার বিষয় জানিয়েছেন।