চান্দিনা মহিলা কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলন অব্যাহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/21/photo-1469111951.jpg)
জাতীয়করণের দাবিতে টানা চতুর্থ দিন ধরে চলছে কুমিল্লার চান্দিনা মহিলা কলেজের ছাত্রীদের আন্দোলন।
ছাত্রীরা জানিয়েছে, তাদের এ কলেজটি সরকারীকরণের তালিকা থেকে বাদ পড়ায় তা পুনর্বহালের দাবিতে তাদের এ আন্দোলন।
চান্দিনা মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান এনটিভি অনলাইনকে বলেন, ‘এ কলেজের প্রতিষ্ঠাতা বর্তমান সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ অনেক শ্রম ও অর্থ দিয়ে এটি প্রতিষ্ঠা করেন। আজ এ কলেজ কুমিল্লা জেলার মধ্যে প্রথম, কুমিল্লা বোর্ডে মহিলা কলেজের মধ্যে প্রথম এবং চান্দিনা উপজেলার মধ্যে প্রথম। আমাদের এমপি মহোদয় জাতীয় সংসদ অধিবেশন চলার কারণে কলেজ আসতে পারছেন না। এদিকে আমরাও ছাত্রীদের নিয়ন্ত্রণ করতে পারছি না এবং শিক্ষকদের বাইরে রেখে গেইট তালা দিয়ে রেখেছে তারা।’
উপাধ্যক্ষ আরো বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা কলেজ বন্ধ ঘোষণা করেছি। কিন্তু ছাত্রীরা তা উপেক্ষা করে কলেজে এসে জড়ো হয়েছে। ছাত্রীরা যাতে মিছিল নিয়ে মহাসড়তে উঠতে না পারে তার জন্য রিজার্ভ ও থানা পুলিশ মোতায়েন রয়েছে।’