পঞ্চগড়ে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষক অবরুদ্ধ
উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে পঞ্চগড়ের বোদা উপজেলার উলিপুকুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমানকে অবরুদ্ধ করে অভিভাবকরা। তাদের অভিযোগ, প্রধান শিক্ষক জনপ্রতি ৪০০ থেকে ৭০০ টাকা কম দেন।
পরে উপজেলা শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপে দুই ঘণ্টা পর প্রধান শিক্ষক মুক্ত হন। এ ব্যাপারে অভিভাবকরা উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগপত্র দিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
বোদা উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার সরকার বলেন, তদন্ত করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিভাকদের লিখিত অভিযোগে জানা গেছে, বিদ্যালয়ের ১৫১ জন শিক্ষার্থীকে গতকাল বুধবার উপবৃত্তির টাকা দেওয়া হয়। শিক্ষার্থীদের নামে সরকারিভাবে ১২০০ থেকে ১৮০০ টাকা উপবৃত্তি দেওয়া হয়। কিন্তু প্রধান শিক্ষক ১৮০০ টাকার স্থলে ১১০০ টাকা এবং ১২০০ টাকার স্থলে ৮০০ টাকা করে দেন। শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে এসব টাকা আদায় করে আত্মসাৎ করেন প্রধান শিক্ষক।
ওই বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্র ছিয়াম ইসলাম ও সমাপনী পরীক্ষার্থী নাছরিন আক্তারকে ১৮০০ টাকা উপবৃত্তি দেওয়ার কথা থাকলেও তাদের ১১০০ টাকা উপবৃত্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাদের অভিভাবক জহিরুল ইসলাম। তিনি জানান, প্রধান শিক্ষক খলিলুর রহমান বিনা কারণে আমার ছেলেমেয়েদের উপবৃত্তির টাকা থেকে ৭০০ টাকা কেটে নিয়েছেন।
বিষয়টি জানতে পেরে অভিভাবকরা আজ বৃহস্পতিবার বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রধান শিক্ষরেকর কাছে টাকা ফেরত চান। প্রধান শিক্ষক খলিলুর রহমান টাকা দিতে টালবাহানা করলে উত্তেজিত অভিভাবকরা বিক্ষোভ মিছিল করে এবং প্রধান শিক্ষককে বিদ্যালয়ের কক্ষে তালাবদ্ধ করে রাখে।
খবর পেয়ে বোদা উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার সরকার ঘটনাস্থালে গিয়ে তদন্ত করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অভিভাবকরা শান্ত হন।