মেহেরপুরে বাড়ির পাশ থেকে বোমা উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রাম থেকে লাল স্কচটেপ মোড়ানো একটি বোমা উদ্ধার করা হয়। ছবি : এনটিভি
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রাম থেকে লাল স্কচটেপ মোড়ানো একটি বোমা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গ্রামের একটি বাড়ির পাশ থেকে বোমাটি উদ্ধার করেন গাংনী থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম। পরে তা পানি ভর্তি বালতিতে রেখে প্রাথমিক অবস্থায় নিষ্ক্রিয় করা হয়। বোমা উদ্ধারের ঘটনায় সাহারবাটি এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ভয়ভীতি দেখানোর জন্য বোমা সদৃশ্য বস্তুটি সাহারবাটি গ্রামের রবিউল ইসলামের বাড়ির পাশে কে বা কারা রেখে যায়। পরে পুলিশ খবর পেয়ে সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।