‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে মায়েদের ভূমিকা বেশি’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/22/photo-1469199183.jpg)
সাবেক ডেপুটি স্পিকার সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ আজ শুক্রবার দুপুরে কুমিল্লার চান্দিনার মাধাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড় কলাগাঁও প্রাথমিক বিদ্যালয়ে জঙ্গিবাদ দমন, মা সমাবেশ ও উপবৃত্তি প্রদানের এক সমাবেশে বক্তব্য দেন। ছবি : এনটিভি
সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে মায়েদের ভূমিকা বেশি বলে মন্তব্য করেছেন সাবেক ডেপুটি স্পিকার সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ।
আজ শুক্রবার দুপুরে কুমিল্লার চান্দিনার মাধাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড় কলাগাঁও প্রাথমিক বিদ্যালয়ে জঙ্গিবাদ দমন, মা সমাবেশ ও উপবৃত্তি প্রদানের এক সমাবেশে এসব কথা বলেন আলী আশরাফ।
সাবেক ডেপুটি স্পিকার মসজিদের ইমামদের উদ্দেশে বলেন, খুতবার সময় ইমাম সাহেবরা সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে আলোচনা করলে এসব দমনে জনগণ উদ্বুদ্ধ হবে।
এ সময় সমাবেশে আরো বক্তব্য দেন চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান তপন বকশী, ভাইস চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, মাধাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অহিদ উল্লাহ, জনতা ব্যাংকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা খালেদ আহমদ, আবদুল্লাহ আল আজাদ প্রমুখ।