শ্রদ্ধা ভালোবাসায় মুক্তিযোদ্ধা শিরিন মিতিলকে কুমিল্লায় দাফন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/22/photo-1469207280.jpg)
শ্রদ্ধা আর ভালোবাসায় কুমিল্লায় দাফন করা হলো বীর মুক্তিযোদ্ধা ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রী শিরিন বানু মিতিলকে। শুক্রবার বাদ মাগরিব কুমিল্লা শহরের কাটাবিল জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে স্বামীর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিরিন বানু মিতিলের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার আমীর উল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ মরহুমার স্বজনরা।
এ সময় তাঁরা শিরিন বানু মিতিলের দীর্ঘ কর্মময় জীবন, মুক্তিযুদ্ধকালীন সাহসী কর্মকাণ্ডের স্মৃতিচারণা করে পাঠ্যপুস্তকে তাঁর জীবনী স্থান দেওয়ার দাবি জানান। এ সময় শিরিন বানু মিতিলকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
পরে বিকেল ৪টায় একটি গাড়িতে করে শিরিন বানু মিতিলের মরদেহ কুমিল্লায় আনা হয়। বিকেল সাড়ে ৫টায় কুমিল্লা টাউন হল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারস ফোরামের দপ্তর সম্পাদক মেজর (অব.) শেখ দলিলুর রহমান, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা ওমর ফারুকসহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন। জানাজার আগে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বাদ মাগরিব কুমিল্লা নগরীর কাটাবিল জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।