মামলা দায়ের, বিশ্ববিদ্যালয়ের তদন্ত শুরু
বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক নারীকে যৌন হেনস্তার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ নিজেই বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, শ্লীলতাহানির অভিযোগ করে থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ মামলাটি দায়ের করেন।
এদিকে বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সোহরাওয়ার্দী উদ্যান প্রবেশপথে যৌন হেনস্তার ঘটনায় তদন্তের কাজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ‘নারী নির্যাতনবিরোধী কমিটি’ এ তদন্ত করবে।
সাত সদস্যের এ কমিটির আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরিন আহমেদ।
বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তদন্তের স্বার্থে এ সম্পর্কে প্রত্যক্ষদর্শীর প্রামাণিক কোনো তথ্য থাকলে তা কমিটির আহ্বায়ক প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমেদের দপ্তরে লিখিতভাবে আগামী এক সপ্তাহ অর্থাৎ ২৩ এপ্রিলের মধ্যে দপ্তর চলাকালীন জমাদানের জন্য অনুরোধ করা হচ্ছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ জানান, বিশ্ববিদ্যালয়ে ‘নারী নির্যাতনবিরোধী কমিটি’ রয়েছে। পহেলা বৈশাখের অপ্রীতিকর ঘটনার তদন্তের দায়ভার তাঁদের ওপর দেওয়া হয়েছে।