বুয়েট শিক্ষকের বিরুদ্ধে মামলা
মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্যের জের ধরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নালিশি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে মহানগর হাকিম আদালতে এ মামলা (নম্বর-১) করেন বুয়েট শিক্ষার্থী সিয়াম হোসাইন। দণ্ডবিধির ১২৪-এ ও ২৯৫-এ ধারায় তিনি মামলাটি করেন।
মামলায় উল্লেখ করা হয়, ১১ এপ্রিল জাহাঙ্গীর আলম কামারুজ্জামানের রায়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেন। মন্তব্যগুলো একটি বিশেষ ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং তা রাষ্ট্রের পরিপন্থী।
মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান শুনানি শেষে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে নালিশি আবেদনটি এজাহার হিসেবে গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গত বোরবার এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। বুয়েটের ভিসি অধ্যাপক খালেদা ইকরাম বলেন, আজ (বৃহস্পতিবার) বিকেল ৫টার মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁরা আরো ৪০ ঘণ্টা সময় চেয়েছেন। তাদের আবার সময় দিয়ে সঠিকভাবে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। তবে মামলার বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন।
বাদীপক্ষের মামলা পরিচালনা করেন জাকির হোসেন ও গোলাম রব্বানী। মামলা করার বিষয়ে জানতে চাইলে বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ কনক জানান, রাষ্ট্রদ্রোহ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করায় অধ্যাপক জাহাঙ্গীরের বিরুদ্ধে সিয়াম হোসাইন মামলাটি করেছেন। তবে ছাত্রলীগ এই মামলার সঙ্গে জড়িত নয়।
তবে মামলার সময় আদালতে বুয়েট ছাত্রলীগের কমিটির সভাপতি শুভ্র জ্যোতি ঠিকাদার ও সাধারণ সম্পাদক আবু সাঈদ উপস্থিত ছিলেন।