ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/17/photo-1429217675.jpg)
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হল দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা হলেন এগ্রিকালচার শেষ বর্ষের ছাত্র মিল্টন ও বিবিএর দ্বিতীয় বর্ষের ছাত্র জাকারিয়া। মিল্টনের বাড়ি রংপুর জেলার কিশোরগঞ্জ গ্রামে এবং জাকারিয়ার বাড়ি দিনাজপুর শহরের বড়গুড়গোলা গ্রামে।
দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিন জানান, ছাত্রলীগের সভাপতি রিয়েল ও সাধারণ সম্পাদক অরুণ কুমার রায়ের নেতৃত্বে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল দখল করে। এ সময় বহিরাগত স্বেচ্ছাসেবক লীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি আবু ইবনে রজ্জবের নেতৃত্বে ছাত্রলীগের অপর একটি দল লাঠিসোটা নিয়ে অরুণের দলের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার রুহুল আমিন।
ছাত্রলীগের সভাপতি রিয়েল ও সাধারণ সম্পাদক অরুণ কুমার রায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিম মাহমুদ চৌধুরী এমপির এবং আবু ইবনে রজ্জব হুইপ ইকবালুর রহিম এমপির অনুসারী বলে জানা গেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। সংঘর্ষের সময় কমপক্ষে ৫০টি ককটেল বিস্ফোরণ ও ২০টি গুলি ছোড়া হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে, রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে একটি জরুরি সভা আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর এ টি এম সফিকুল ইসলাম। তিনি বলেন, একাডেমিক কাউন্সিলের বৈঠকে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে সব ধরনের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।