কুষ্টিয়ায় শিবিরের ১২ ‘নেতাকর্মী’ রিমান্ডে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/24/photo-1469354528.jpg)
কুষ্টিয়ায় নাশকতা সৃষ্টির চেষ্টার মামলায় মেডিকেল শিক্ষার্থীসহ ছাত্রশিবিরের সন্দেহভাজন ১২ নেতাকর্মীকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ রোববার জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। একই সঙ্গে একই মামলার গ্রেপ্তার হওয়া মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) এক শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
গত ১৯ জুলাই সকালে মডেল থানা ও গোয়েন্দা পুলিশের একটি দল ম্যাটসের হোস্টেল থেকে এক শিক্ষকসহ নয়জন এবং বিকেলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রাবাসে অভিযান চালিয়ে চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা জাহিদ ইকবাল জানান, কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় ২০ জুলাই কুষ্টিয়ার আদালতে তোলা হয় ছাত্রশিবিরের নেতাকর্মীদের। এ মামলায় শিক্ষক মো. আলমসহ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ২১ জুলাই সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।
আদালত পরিদর্শক মো. রতন শেখ বলেন, শিবিরের ১২ জনকে একদিনের রিমান্ডে এবং শিক্ষককে কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।