শাবিপ্রবি ভিসির পদত্যাগের দাবিতে আলটিমেটাম
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/17/photo-1429227943.jpg)
শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূঁইয়াকে আগামী রোববারের মধ্যে পদত্যাগ করার জন্য আলটিমেটাম দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ। বৃহস্পতিবার রাতে এ আলটিমেটাম দেওয়া হয়েছে বলে জানান পরিষদের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম।
ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান অধ্যাপক শরীফ মো. শরাফ উদ্দীন জানান, গত রোববার সকালে একাডেমিক ভবন ‘এ’-তে এসে ফলিত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জহির বিন আলম দুই বিভাগের শিক্ষকদের অশালীন ভাষায় গালাগাল করেন। এ ঘটনার পর শিক্ষকরা উপাচার্যের কাছে অভিযোগ করলে তিনি জহির বিন আলমকে সমর্থন করেন। এ ঘটনার পর থেকে ক্ষুব্ধ শাবিপ্রবির সরকার সমর্থক শিক্ষকরা ভিসির পদত্যাগে আন্দোলনে নামেন।
সৈয়দ সামসুল আলম এনটিভি অনলাইনকে বলেন, ‘ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান অধ্যাপক শরীফ মো. শরাফ উদ্দীনের সঙ্গে ফলিত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জহির বিন আলমের অশালীন আচরণকে ঘিরে এ ঘটনা এতদূর গড়িয়েছে।’
সৈয়দ সামসুল আলম আরো জানান, উপাচার্যের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দপ্তরে দায়িত্বে থাকা শিক্ষকরা কর্মবিরতি পালন শুরু করেছেন। রোববারের মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে সোমবার বিভিন্ন দপ্তরে দায়িত্বরত শিক্ষকরা পদত্যাগ করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে এরই মধ্যে বিভাগীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শরীফ মো. শরাফ উদ্দীন।