ভৈরবে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, বিকল্প পথে ট্রেন চলাচল শুরু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/17/photo-1429253967.jpg)
ঢাকা থেকে কিশোরগঞ্জ অভিমুখী আন্তনগর এগারসিন্দু ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা থেকে ভৈরব হয়ে কিশোরগঞ্জ ও ময়মনসিংহ এবং ময়মনসিংহ থেকে ভৈরব হয়ে সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বিকল্প পথে ট্রেন চলাচল শুরু হয়।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভৈরবের জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভৈরব জংশনের স্টেশন মাস্টার মো. খলিলুর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী আন্তনগর এগারসিন্দু ট্রেনটি ভৈরব বাজার রেলওয়ে জংশন ছেড়ে যাওয়ার কয়েক মিনিট পর জগন্নাথপুর এলাকা অতিক্রমের সময় ট্রেনের ইঞ্জিনটির সামনের দুটি চাকা লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনটি আচমকা থেমে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার দুই ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে লাইনচ্যুত ইঞ্জিনটি কেটে রেখে বিকল্প ইঞ্জিনে ট্রেনটি কিশোরগঞ্জের উদ্দেশে যাত্রা করেছে। বিকল্প রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে ইঞ্জিনটি উদ্ধার করার পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার।