অ্যাটকো সভাপতির মুক্তি চেয়েছে সিলেট পেশাজীবী পরিষদ
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন-অ্যাটকোর সভাপতি এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে তাঁর মুক্তি দাবি করেছে সিলেট পেশাজীবী পরিষদ।
আজ বুধবার এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ লেফটেন্যান্ট কর্নেল (অব.) প্রিন্সিপাল আতাউর রহমান পীর ও সদস্য-সচিব সাংবাদিক নুরুল ইসলাম এ দাবি জানান।
বিবৃতিতে নেতারা বলেন, ‘দেশে একটি রাজনৈতিক সংকট চলছে। আমরা আগেই বলেছিলাম, সেই সংকট রাজনীতিবিদদের তৈরি, তাঁদের সেই সংকট আলাপ-আলোচনার মধ্য দিয়ে সমাধান করতে হবে। আজ বাংলাদেশের মানুষ রাজনীতিবিদদের তৈরি মহাসংকটের কারণে শ্বাসরুদ্ধ অবস্থায় শত আতঙ্ক নিয়ে জীবনের তাগিদে জীবন-জীবিকা নির্বাহ করছে। আমরা মনে করি, আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে দেশের রাজনৈতিক মহাসংকটের কারণে।’
অবিলম্বে মোসাদ্দেক আলীকে নিঃশর্ত মুক্তি দিয়ে বাংলাদেশের গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান সিলেট পেশাজীবী পরিষদের নেতারা।
গত রোববার রাত ৮টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বের হওয়ার সময় গুলশানের কার্যালয়ের সামনে থেকে মোসাদ্দেক আলীকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন সোমবার রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের দক্ষিণ-পশ্চিম দিকে টঙ্গীগামী তুরাগ পরিবহনের একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপের মামলায় তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ।